সরকারের ১০০ দিন
৭৬৮ জনের পদোন্নতি, ১৮৭০ জনকে বদলি, ওএসডি ৮০ জন
১৮ নভেম্বর ২০২৪ ০৮:১০
ঢাকা: অন্তবর্তী সরকারের তিন মাসে প্রশাসনের ১ হাজার ৮৭০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ৮০ জনকে ওএসডি করে ৭৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। গত তিন মাসের কার্যক্রম প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগস্ট-অক্টোবর এই তিন মাসে সিনিয়র সচিব/সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে তিন জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্মসচিব পদে ২২৬ জন, উপসচিব পদে ১২৫ জন, অন্যান্য ক্যাডারে ২২১ জন, সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) পদে নয় জন এবং সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৩৭ জনসহ সর্বমোট ৭৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
একই সময়ে সিনিয়র সচিব/সচিব পদে ৪৩ জন, গ্রেড-১ পদে ১১ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৭ জন, যুগ্মসচিব পদে ১৭৩ জন, উপসচিব পদে ৩৯১ জন, বিভাগীয় কমিশনার ৪ জন; অতিরিক্ত বিভাগীয় কমিশনার তিন জন; জেলা প্রশাসক ৫৯ জন, অতিরিক্ত জেলা প্রশাসক ১১৮ জন, উপজেলা নির্বাহী অফিসার পদে ১৬৫ জন, সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব পদে ৪১৪ জন, সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার ৮৩ জন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ১২৬ জন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট/আইন কর্মকর্তা/মেরিন সেফটি অফিসার ৩৯ জন, উপপরিচালক/পরিচালক (স্থানীয় সরকার) ১৮ জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ও নির্বাহী ৩০ জন, জোনাল সেটেলমেন্ট অফিসার ১৮ জন, চার্জ অফিসার ছয় জন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ১৯ জন, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার তিন জন এবং অন্যান্য ১০ জনসহ সর্বমোট ১৮৭০ জন বদলি করা হয়েছে।
আর তিন মাসে সহকারী সচিব থেকে সিনিয়র সচিব/সচিব পর্যায় পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তবর্তী সরকার। আর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে ১০১ কর্মকর্তার। এছাড়া, বিভাগীয় মামলা করা হয়েছে সাত কর্মকর্তার বিরুদ্ধে।
এ সময়ে ৬৫ জনকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে (যেমন-রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগ, বিভিন্ন সংস্থার চেয়ারম্যান, হাসপাতালসমূহের ডাক্তার, বিভিন্ন প্রকন্ত্রের প্রকল্প পরিচালক ইত্যাদি)।
বিগত তিন মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত অন্যান্য কাজ
তিন মাসে কী ক কাজ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তার একটি তথ্যও তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং উল্লিখিত সময়ে পদোন্নতি বঞ্চিত হয়েছেন বা অন্য কোন বঞ্চনার শিকার হয়েছেন এমন কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাযথ সুপারিশ প্রণয়নের জন্য পদোন্নতি বঞ্চনা নিরসন কমিটি গঠন করা হয়েছে। জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নাগরিকদের মতামত সংগ্রহের জন্য প্রশ্নমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সম্পদ বিবরণী দাখিলের জন্য বিজ্ঞপ্তি জারি, ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা দিতে উদ্যোগ, দুর্গাপূজায় ছুটি দু’দিন করা, ২০২৫ সালে ঈদ-উল-ফিতরের ছুটি পাঁচ দিন এবং ঈদ-উল-আযহার ছুটি ছয় দিন করা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, ৪৩তম বিসিএসের মাধ্যমে ২০৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ৪৭তম বিসিএস-এ ৩ হাজার ৪৬৭টি শূন্য পদের বিপরীতে নিয়োগ, কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ২৬১টি পাজেরো কার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য বরাদ্দ, সরকারি কর্মচারী হাসপাতালে অপারেশন থিয়েটার ৪ থেকে ১০ শয্যায় উন্নীতকরণসহ স্বাস্থ্য খাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া, সরকারি কাজে গতি আনতে তথ্য প্রযুক্তির অধিকতর ব্যবহার বাড়ানো, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২-এর কতিপয় বিষয় সংশোধন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে বিগত তিন মাসে সাধারণ চিকিৎসা বাবদ ৪ হাজার ৯৭৪ জনকে ১১ কোটি ৯৮ লাখ ১৯ হাজার টাকা, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা বাবদ ২৬৯ জনকে ৫,০৩,৩৯,০০০ টাকা, যৌথবিমার এককালীন অনুদান বাবদ ৪৪২ জনকে ৮ কোটি ১৪ লাখ এক হাজার টাকা। এর বাইরেও মাসিক কল্যাণ অনুদান, দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানসহ আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
সারাবাংলা/জেআর/পিটিএম