২৪ বছরে ২৫ হ্যাটট্রিকে হালান্ডের অনন্য রেকর্ড
১৮ নভেম্বর ২০২৪ ১০:৫৪
ম্যানচেস্টার সিটির হয়ে সময়টা খুব একটা ভালো কাটছে না তার। আরলিং হালান্ড অবশ্য স্বরূপে ফিরেছেন জাতীয় দলের হয়ে। ইউয়েফা নেশনস লিগের ম্যাচে কাজাখস্থানের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন হালান্ড। তার হ্যাটটিকে ভর করেই ৫-০ গোলের বিশাল জয় নিয়ে নেশনস কাপের ‘বি’ লিগ থেকে ‘এ’ লিগে উন্নিত হয়েছে নরওয়ে।
নরওয়ের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হালান্ড। গত ম্যাচেও স্লোভেনিয়ার বিপক্ষে গোল করেছিলেন তিনি। গত রাতে কাজাখস্থানের বিপক্ষে ছিলেন বিধ্বংসী ফর্মে। প্রথম গোল পান ২৩ মিনিটের মাথায়। এরপর ৩৭ ও ৭১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড।
২৪ বছর বয়সী হালান্ডের ক্যারিয়ারে এটি ২৫তম হ্যাটট্রিক। এর মাঝে চারটি হ্যাটট্রিক তিনি করেছেন নরওয়ের হয়ে। জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ৩৮ গোল করে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। নরওয়ের হয়ে এত গোল ও হ্যাটট্রিক যে আর কারো নেই।
পেশাদার ফুটবল ক্যারিয়ারে হালান্ড সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিক করেছে ম্যানচেস্টার সিটির হয়ে। সালসবুর্কের হয়ে তার হ্যাটট্রিক আছে ৫টি, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে করেছেন ৪টি ও মোল্ডার হয়ে করেছেন একটি হ্যাটট্রিক।
চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট তিনটি হ্যাটট্রিক পেয়েছেন হালান্ড। সব মিলিয়ে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ২২।
সারাবাংলা/এফএম