পুলিশের গুলিতে আহত কাজল থাইল্যান্ডে
১৮ নভেম্বর ২০২৪ ১২:৫০
ঢাকা: উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পৌঁছেছেন গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়া (২৭)। তার বর্তমান অবস্থা স্থিতিশীল। তবে পরবর্তী চিকিৎসার জন্য খুব দ্রুতই থাইল্যান্ডে মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে।
সোমবার (১৮ নভেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কাজল ভালোভাবে থাইল্যান্ডে পৌঁছে গেছে। তার বর্তমান অবস্থা স্থিতিশীল। তাকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড আজ বিকেল অথবা কাল বসে জানাবে কাজলের কী কী চিকিৎসা করতে হবে।’
এর আগে রোববার (১৭ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় সিঙ্গাপুর থেকে আনা এয়ার অ্যাম্বুলেন্স।
সারাবাংলা/এসবি/এইচআই