Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের ১৫ লাখ টাকাসহ সওজ প্রকৌশলী গ্রেফতার


১১ জুন ২০১৮ ১৭:৪৫

।। বরগুনা প্রতিনিধি ।।

বরগুনা: ১৫ লাখ টাকা ঘুষসহ বাংলাদেশ সড়ক ও জনপথের (সওজ) বরগুনা উপ বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার আলম ভুঁইয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেল তিনটার দিকে দুদকের একটি দল ওই প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালায়।

দুদক পটুয়াখালীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘দুদকের কাছে গোপন সংবাদ ছিল যে, এক কোটি টাকার একটি কাজের বিল পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে বরগুনা সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার আলম ঠিকাদারের থেকে মোটা অংকের ঘুষ নিয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে দুদক পটুয়াখালীর একটি দল বরগুনা সদর থানা পুলিশের সহায়তায় ওই প্রকৌশলীর কার্যালয়ের তল্লাশি চালায়। এসময় তার আলমারি থেকে সাড়ে চৌদ্দ লাখ টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, শাহরিয়ার আলমের বিরুদ্ধে ঘুষের অভিযোগ বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেছে দুদক।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর