Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে সাদা বলের ক্রিকেট ছাড়ছেন না ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৫:০৯

লাল বলের ক্রিকেটে বিদায়ী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ইমরুল কায়েস

টেস্ট ক্রিকেট থেকে বিদায়টা বেশ আড়ম্বরেই নিলেন ইমরুল কায়েস। গত ১৫ নভেম্বর নিজের ফেসবুক পেইজে এক ভিডিওর মাধ্যমেই প্রথম জানান, লাল বলের ক্রিকেটটা ছাড়ছেন তিনি। চলতি জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের হয়ে ঢাকার বিভাগের বিপক্ষে খেলেছেন ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ। খেলতে নেমে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সতীর্থ, প্রতিপক্ষ, আম্পায়ার; সবার কাছ থেকে তিনবার পেলেন ‘গার্ড অব অনার’। আজ ম্যাচ শেষে আনামুল হক বিজয়-শেখ পারভেজ জীবন তাকে কাঁধে তুলে নিয়ে মাঠ ছেড়েছেন। বিসিবি থেকেও পেয়েছেন বিশেষ সম্মাননা।

বিজ্ঞাপন

এমন রাজসিক বিদায়ের দিনে অবশ্য ম্যাচ হেরেছেন ইমরুল। ঢাকার বিপক্ষে খুলনার ৯ উইকেটে হারের ম্যাচে হাসেনি তার ব্যাটও। প্রথম ইনিংসে করেছেন ১৬, দ্বিতীয় ইনিংসে করেছেন এক রান। বিদায়ী ম্যাচ শেষে ইমরুল হাজির হলেন সংবাদ সম্মেলনে। খোলাসা করলেন কেন লাল বলের ক্রিকেটটা ছাড়ছেন তিনি। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট খেলা ইমরুলের দিকে প্রশ্ন গেল, লাল বলের ক্রিকেটের সাথে ওয়ানডে আর টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণাটাও একসাথে দিতে পারতেন কিনা? 

উত্তরে ইমরুল বলেন, ‘টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার মতো যে ফিটনেস লাগে, আমি যদি কাজ করতে থাকি, তাহলে হয়তো খেলতে পারব কয়েকটা বছর। কিন্তু চার দিনের ম্যাচ খেলতে যে স্ট্রেংথ, যে মানসিকতা লাগে…আমার মনে হয়েছে, এখন যদি তরুণদের সঙ্গে না পারি, তাহলে নিজের কাছেই খারাপ লাগে। একটা ছেলে যেভাবে বলের পেছনে দৌড়ায়, আমি তো তার সঙ্গে পারছি না। তাই মনে হয়েছে, আমি সঠিক পথে নাই।’

২০১৮ সালের ডিসেম্বরে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ইমরুল। টি-টোয়েন্টি জার্সি শেষবার তার গায়ে উঠেছে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে। অর্থাৎ পরিস্কার চিত্র, বাংলাদেশের সাদা বলের ক্রিকেটের ভাবনায় তিনি নেই। 

তবুও বেশ আশাবাদী ইমরুল। ফিটনেস-এনার্জি মিলিয়ে তিনি সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লড়াইটা চালিয়ে যেতে চান, ‘টি-টোয়েন্টি, ওয়ানডে এক দিনে শেষ হয়ে যাবে। আপনি ফুল এনার্জি দিতে পারবেন। যেটা চার দিনের ম্যাচে কঠিন। ওদিক থেকে আমি চিন্তা করলাম অবসর নিয়ে।’

সারাবাংলা/জেটি

ইমরুল কায়েস টেস্ট ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর