Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক পাঠ্যপুস্তকে খুব বেশি সংস্করণ হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৬:০২

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ছবি: সারবাংলা।

সুনামগঞ্জ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে খুব বেশি একটা সংস্করণ হবেনা। উচ্চ মাধ্যমিকে সংস্করণ হবে। সংস্করণ শেষে জানুয়ারিতেই বই শিক্ষার্থীদের হাতে পৌঁছবে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক এটা বন্ধে কাজ করা হচ্ছে। নিয়োগের পর এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সঠিক নীতিমালা করা হবে।

সুনামগঞ্জ হাওরের শিক্ষা ব্যবস্থা শিক্ষক ও কর্মকতা সংকট নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘দুর্গম হাওরের আবাসিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন কাজ করা হবে।

পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাওরে দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

মামার হাতে প্রাণ গেল ভাগিনার
১৮ নভেম্বর ২০২৪ ১৮:০৭

আরো

সম্পর্কিত খবর