Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-ত্রিমুখী সংঘর্ষ, কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৬:৩৫

গাজীপুর: গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় ডরিন ফ্যাশন নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে দুই কারখানার শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা, হাতাহাতি ও সবশেষে এলাকাবাসীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত শ্রমিকরা অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগ করে।

বিজ্ঞাপন

শ্রমিকরা জানায়, গত দুইদিনের মতো সোমবার বেক্সিমকোর শ্রমিকরা সকাল থেকে চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ওই কারখানার কারণে আশপাশের অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গত ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার (১৭ নভেম্বর) কারখানা খুলে দেওয়া হলেও দুপুরের পর ছুটি দিয়ে দেওয়া হয়।

উত্তেজিত শ্রমিকরা অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগ করেন।

ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দিতে এসে জানতে পারে তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার সামনে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। ওই নোটিশ দেখে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে শুরু করেন। এক পর্যায়ে তারা চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

স্থানীয়রা জানান, শ্রমিকরা পানিশাইল ও কলতাসুতি এলাকায় ঢুকে লোকজনদের মারধর করেন। ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী শ্রমিকদের ধাওয়া দেন। বেশকিছু সময় ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় ডরিন ফ্যাশন ও বেক্সিমকোর কিছু শ্রমিক পূর্ব কলতাসুতি এলাকার অ্যামাজন নিটওয়্যার পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেন।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ১১টার দিকে ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে কাশিমপুর দমকল বাহিনীর দুটি ইউনিট পাঠানো হয়েছিলে। আগুন ইতোমধ্যে নির্বাপণ করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা বেতন ছাড়া সড়ক থেকে যেতে চাচ্ছেন না। বিষয়টির সমাধানের চেষ্টা করা হচ্ছে। এখানে শ্রমিক অসন্তোষের কারণে আশপাশের ২০টি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/ইআ

কারখানায় আগুন গাজীপুর শ্রমিকদের বিক্ষোভ

বিজ্ঞাপন

মামার হাতে প্রাণ গেল ভাগিনার
১৮ নভেম্বর ২০২৪ ১৮:০৭

আরো

সম্পর্কিত খবর