মধ্যরাতে ঝটিকা মিছিল
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২
১৮ নভেম্বর ২০২৪ ১৬:৪২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মধ্যরাতে ঝটিকা মিছিল বের করার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন মিছিলে অংশ নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার (১৭ নভেম্বর) রাতে নগরীর প্রবর্তক মোড় থেকে মিছিল বের হয়, যার ভিডিও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, নগরীর পাঁচলাইশ থানা পুলিশ দিদারুল আলম চৌধুরী দিদার (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীন ব্যাটমিন্টন কমিটির সাবেক চেয়ারম্যান।
এছাড়া চান্দগাঁও থানা পুলিশ মো. সজিব হোসেন মধু (২১) নামে আরেকজনকে গ্রেফতার করেছে। তিনি ছাত্রলীগ কর্মী এবং সরাসরি ওই মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ১০-১৫ জন যুবক প্রবর্তক মোড়ের পশ্চিমে মিমি সুপার মার্কেটের বিপরীতে পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি প্রবর্তক মোড় হয়ে বদনা শাহ মাজারের সামনে এগিয়ে যায়। এরপর যুবকরা যে যার মতো করে দ্রুত বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। মিছিলে অংশ নেয়া যুবকদের সবার মুখে মাস্ক ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, মিছিলে মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাই অংশ নিয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন। দিদারুল আলম ওই মিছিল সংগঠিত করেন। তারা বাসাও মিমি সুপার মার্কেটের পেছনে শিশু একাডেমির পাশে। তাকে ওই এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, দিদারুল আলম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
এডিসি কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দোকানকর্মী ফারুক হত্যার ঘটনায় পাঁচলাইশ থানার মামলার তদন্তে এর সঙ্গে দিদারুল আলমের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম