Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ডেঙ্গুতে মহিলার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৭:২২

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিল্পী আক্তার (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শিল্পী আক্তার নেত্রকোনার কেন্দুয়ার গারাদিয়া এলাকার কাসেম আলীর মেয়ে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত শিল্পী আক্তার গত শনিবার (১৬ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন রবিবার (১৭ নভেম্বর) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার মারা যায়।

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভর্তি আছেন ২৯ জন। এর মাঝে পুরুষ ২৩ জন, মহিলা ৪ ও শিশু ২ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন, ছুটি নিয়েছেন ২১ জন।

সারাবাংলা/এনজে

ডেঙ্গু ময়মনসিংহ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর