চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। এ নিয়ে নভেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত ১৪ জনের প্রাণ গেল। চলতি বছরের অক্টোবর পর্যন্ত দশ মাসের মধ্যে কোনো মাসে এত মৃত্যু হয়নি।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন- ওমর ফারুক (২০), যিনি বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা শাবানা (৩০)। রোববার (১৭ নভেম্বর) রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওমর ফারুক মারা যান। একই হাসপাতালে ১৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন শাবানা রোববার (১৭ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে মারা যান।
এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ২০ জন, পুরুষ ১৫ জন এবং শিশু ৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত ১৭ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৭০৯ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৬৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকে ১৭ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ৩৬৩ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ২৮১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৯৫৭ জন, নারী ১ হাজার ১৭ জন এবং শিশু ৬৭০ জন।
চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।
এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।