বিএসএমএমইউতে বাতিল হলো কোর্স আউট প্রথা
১৮ নভেম্বর ২০২৪ ১৭:৫৮
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কোর্স আউট প্রথা বাতিল করা হয়েছে। একই সঙ্গে যোগ হয়েছে ক্যারি অন প্রথা।
সোমবার (১৮ নভেম্বর) জানুয়ারি ২০২৫ সেশনের নন-রেসিডেন্সি এমফিল, এমএমইডি, ডিপ্লোমা এবং নন-রেসিডেন্সি এমডি ও এমএস কোর্সে পরীক্ষার আবেদন ফরম পূরণের পৃথক দুটি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমানের সই করা নোটিশে জানানো হয়, ‘একাডেমিক কাউন্সিলের ৭২তম সভায় সিদ্ধান্ত মোতাবেক কোর্স আউট প্রথা বাতিল করা হয়েছে। সকল যোগ্য প্রার্থী জানুয়ারি ২০২৫ সেশনে কোর্স পরীক্ষায় জরিমানা ব্যতীত নির্ধারিত ফিস প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।’
নোটিশে বলা হয়, ‘কোনো পরীক্ষার্থী ক্যারি অন প্রথায় প্রথম ও দ্বিতীয় পর্বে একই শিক্ষাবর্ষে একত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তাকে প্রতি পর্বের জন্য পৃথক পৃথক আবেদন ফরম পূরণ করে কোন কোন পত্রে অবতীর্ণ হবেন, তা উল্লেখ করতে হবে।’
প্রতি পর্বের জন্য পৃথকভাবে নির্ধারিত ফিস (অফেরতযোগ্য) জমা দিতে হবে বলেও জানানো হয় নোটিশে।
প্রসঙ্গত, উচ্চ শিক্ষার কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের নানাভাবে কোর্স আউট করে দেওয়া হতো বলে অভিযোগ ছিল অনেকেরই। তাদেরকে ইচ্ছা করে ফেল করানোর পাশাপাশি কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া যেত। পরে তাদেরকে কোর্স থেকে আউট করে দেওয়া হতো বলে অভিযোগ ছিল অনেকের।
এর পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর একাডেমিক কাউন্সিলের সভা চলাকালে কোর্স আউটের শিকার চিকিৎসকরা দাবি জানালে এই প্রথা বাতিল করা হয়।
সারাবাংলা/এসবি/এসডব্লিউ