দুঃসময়ে ব্রাজিল সমর্থকদের পাশে চান মারকুইনহোস
১৮ নভেম্বর ২০২৪ ১৮:৫২
২২ বছর আগে শেষবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিলেন তারা। এরপর থেকেই ব্রাজিলের ফুটবল যেন নিজেদের সোনালি অতীতকে হারিয়ে খুঁজছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সময়টা ভালো যাচ্ছে না সেলেসাওদের। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল ডিফেন্ডার মারকুইনহোস বলছেন, খারাপ সময়ে ব্রাজিল সমর্থকদের পাশে চান তারা।
বাছাইপর্বের শুরু থেকেই ধুঁকতে থাকা ব্রাজিল অক্টোবরে টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল। তবে শেষ ম্যাচে ভেনিজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করে আবার পয়েন্ট হারায় দরিভাল জুনিয়রের দল। ৫ জয়, ৪ পরাজয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।
উরুগুয়ের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মারকুইনহোস বলছেন, দুঃসময়ে সমর্থকদের পাশে চাইছে পুরো দল, ‘অনেক কারণেই হয়তো জাতীয় দলের প্রতি সমর্থকদের আশা হারিয়ে ফেলেছে। তবুও আমরা চাই সমর্থকরা যেন আমাদের প্রতি ভরসা না হারিয়ে ফেলেন।’
দরিভালের অধীনে সেভাবে জ্বলে উঠতে পারেনি ব্রাজিল। এর সাথে যোগ হয়েছে নেইমার, মিলিতাও, রদ্রিগোদের ইনজুরি। মারকুইনহোস মনে করেন, ভালোভাবেই বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেবেন তারা, ‘আমরা এখনো অনেক কিছুতেই ভুল করব। দলে অনেক খেলোয়াড় পরিবর্তন হয়েছে। এই পালাবদলটা আমাদের কাছে একেবারেই নতুন। তবে আমাদের ভুলের পরিমাণ কমাতে হবে। যতক্ষণ আমরা স্বস্তিদায়ক অবস্থানে আছি, বাছাইপর্ব নিয়ে খুব বেশি চিন্তা করছি না। আমারা ভালো খেলে পয়েন্ট টেবিলের আরও উপরে উঠতে চাই। আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই ম্যাচ জিততে হবে।’
আগামী ২০ নভেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
সারাবাংলা/এফএম