শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নিরাপত্তা পাস স্থগিত
১৮ নভেম্বর ২০২৪ ২১:৪৯
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। চলতি মাসেই এসব পাসের কার্যকারিতা শেষ হচ্ছে বলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলের জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ করতে হবে।
বেবিচক কর্তৃপক্ষ বিমানবন্দরের যাত্রীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার করেছিল, সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আরও জানা যায়, সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বেবিচক।
ওই সার্কুলারে আরও বলা হয়, নিয়ন্ত্রিত টার্মিনাল, এয়ারসাইডে প্রবেশ ও দায়িত্ব পালনের জন্য আগামী ৩০ নভেম্বর থেকে বৈধ এভসেক আইডি সম্বলিত পাস থাকতে হবে। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডি নিতে বলা হচ্ছে। নতুন এভসেক আইডি সম্বলিত পাস ছাড়া অন্য কোনো পাস নিয়ে বিমানবন্দরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না।
বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টরা (এয়ারলাইন্সসহ অন্যান্য) নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া, এভসেক আইডি সম্বলিত পাস ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে এভসেক অফিসারদের প্রশিক্ষণ (যদি প্রয়োজন হয়) দিতে বলা হয়েছে ওই সার্কুলারে।
সারাবাংলা/জেআর/পিটিএম
টপ নিউজ নিরাপত্তা পাস স্থগিত হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর