‘অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাপলা আছে’
১৮ নভেম্বর ২০২৪ ২৩:২৯
ঢাকা: অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাপলা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ছাত্র-আন্দোলনে আহতদের মাঝে হুইলচেয়ার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই বক্তব্যে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেছেন, ‘চার বছর লাগবে সংস্কার করতে’। কিন্তু কেন?’’
তিনি বলেন, ‘‘অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, বাক স্বাধীনতার জন্য লড়াই। যে বাচ্চাদের আজ ২০-২২ বছর বয়স, তারা ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়া জানে না। তারা আর কত অপেক্ষা করবে? এই যে প্রলম্বিত করা। এর মধ্যে কোথাও কোনো জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশে কোথাও কোনো সমস্যা হচ্ছে। তা না হলে তিনি (ড. মুহাম্মদ ইউনূস) কেন এ কথা বলছেন? এত লম্বা সময়ের কথা বলছেন! এ সরকারের মধ্যে কোথাও কোনো ঘাপলা আছে।’’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘‘আওয়ামী লীগ কত প্রপাগান্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছে, ‘বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের এক লাখ মানুষ মারা যাবে’। কোথায় এক লাখ মানুষ মারা গেল?’’
রিজভী বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিল ‘মালয়েশিয়ায় তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে। এসব প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষদের বিভ্রান্ত করতো আওয়ামী লীগ। তাই যেটা সত্য, সেটার পক্ষে থাকা দরকার।’’
তিনি বলেন, ‘‘কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, তাহলে সেই কাজ সফল হয়। আর অন্যায় থাকে সেই কাজ কখনও সফল হয় না। আমাদের বিএনপির পরিবার ন্যায্যতার সঙ্গে মানব সেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে।’’
আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল, মাহমুদুর রহমান সুমন, বিএনপি নেতা ডা. এম এ মুহিত প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম