Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পালানোর সময় সাবেক আ. লীগ নেতা গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১২:২৩

গ্রেফতার হওয়া আসামি আসাদুর রহমান। ছবি: সারাবাংলা

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণকে (৬০) গ্রেফতার করেছে শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসাদুর রহমান গাজীপুর জেলার পাগার গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজীপুর সদর থানায় দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল গাজীপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামিকে জিজ্ঞাসাবাদ করে ও তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি গাজীপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেফতার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়।

গাজীপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

সারাবাংলা/এমপি

গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর