বন্ধ ১২ পোশাক কারখানা
১৯ নভেম্বর ২০২৪ ১৪:১৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:০৪
ঢাকা: দেশের প্রায় পাঁচ শতাংশ পোশাক কারখানায় এখনো অক্টোবর মাসের বেতন হয়নি। একটি কারখানায় বেতন হয়নি সেপ্টেম্বরেরও। সবমিলিয়ে বিভিন্ন দাবিতে বন্ধ আছে ১২টি পোশাক কারখানা। পুরোদমে উৎপাদন চালিয়ে যাচ্ছে দেশের বাকিসব পোশাক কারখানা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উয়িংয়ের তথ্যমতে, শ্রম আইনের ১৩/১ ধারায় চারটি পোশাক কারখানা বন্ধ রয়েছে। কারখানা খোলা রাখার পর কাজ বন্ধ, স্ব-বেতনে ছুটি বা শ্রমিকরা চলে গেছে ৮টি কারখানায়।
তথ্যমতে, অক্টোবর মাসের বেতন হয়েছে ৯৫ শতাংশের বেশি কারখানায়। ১ হাজার ৯৯২টি কারখানায় বেতন হয়েছে। তবে অক্টোবর মাসের বেতন এখনো হয়নি ১০১টি কারখানায়। শতাংশিক হিসাবে এই হার প্রায় ৫ শতাংশ। আর সেপ্টেম্বর মাসের বেতন হয়নি একটি কারখানায়।
প্রেস উয়িংয়ে আরও জানিয়েছে, আশুলিয়ায় ১৩/১ ধারায় বন্ধ হয়েছে সাদাতিয়া সোয়েটার লিমিটেড, সাভারে এই ধারায় কোন কারখানা বন্ধ হয়নি। তবে সারাবো কাশিমপুর ও জিরানি এলাকায় বেক্সিমকোর শ্রমিকদের বাধার কারণে ১১টি কারখানা বন্ধ হয়ে গেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উয়িংয়ের তথ্যমতে, সারাবো কাশিমপুর এবং জিরানি এলাকার বেক্সিমকোর শ্রমিকদের বাধার কারণে ওই ১১টি কারখানার শ্রমিকরা কারখানা ছেড়ে যেতে বাধ্য হয়। এরমধ্যে অক্টোবর মাসের বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিভিন্ন কারখানায় হামলা করে বেক্সিমকো গ্রুপের (২৬ ইউনিট) কর্মীরা। এতে বন্ধ হয়ে যায় ডোরেন গার্মেন্টস লিমিটেড, ডোরেন এপারেলস লিমিটেড, ডোরেন ফ্যাশন লিমিটেড, আইরিস ফ্যাব্রিক লিমিটেড, কেএসি কম্পোজিট লিমিটেড, এক্সকো লিমিটেড, ওয়াইপি গাজীপুর লিমিটেড, হামীম (নীটওয়্যার), এইউকেও টেক লিমিটেড ও উত্তরা নীটওয়ার। আর দেশের অন্যান্য এলাকায় কোন পোশাক কারখানা বন্ধ হয়নি।
সারাবাংলা/ইএইচটি/এমপি