Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হংকংয়ের গণতন্ত্রপন্থি বেনি তাই ও জশুয়া ওংসহ ৪৫ জনের জেল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ১৫:৩৩

বেনি তাই এবং জশুয়া ওং

হংকংয়ের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত মামলায় গণতন্ত্রপন্থি আন্দোলনের প্রভাবশালী নেতা বেনি তাই ও জশুয়া ওংসহ মোট ৪৫ জন অধিকারকর্মীকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) হংকংয়ের একটি আদালত এ আদেশ দেন।

বেনি তাইকে ১০ বছরের জেল দেওয়া হয়েছে। ৬০ বছর বয়সী এই নেতা একজন আইন বিশেষজ্ঞ। ২০১৪ ও ২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এদিকে, জোশুয়া ওংকে ৪ বছরের বেশি জেল দেওয়া হয়েছে। তরুণ গণতন্ত্রপন্থি আন্দোলনের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব তিনি।

এছাড়া অন্যান্য গণতন্ত্রপন্থি নেতাদের মধ্যে সাংবাদিক থেকে রাজনীতিবিদ হওয়া গিনেথ হো, সাবেক আইনপ্রণেতা ক্লডিয়া মো এবং লেউং কওক-হংকেও ৪ থেকে ৭ বছরের জেল দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০২০ সালে হংকংয়ের আইনসভা নির্বাচনে বিরোধী পক্ষের শক্তি বাড়ানোর লক্ষ্যে একটি অনানুষ্ঠানিক প্রাইমারি নির্বাচন আয়োজন করা হয়। এই পরিকল্পনার নেতৃত্ব দেন বেনি তাই এবং জোশুয়া ওং। কিন্তু চীনের সরকার এই পদক্ষেপকে সরকার উৎখাতের ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা করে। বিদ্রোহের চেষ্টার জন্য ষড়যন্ত্র করায় অধিকাংশকেই দোষী সাব্যস্ত করা হয় এতে।

কৌঁসুলিদের অভিযোগ, এসব ব্যক্তি হংকংয়ে ‘সরকার উৎখাতের’ নীলনকশা করেছিলেন। এর মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়েছে।

২০২১ সালের মার্চে এ মামলার কার্যক্রম শুরু হয়। অভিযুক্ত ব্যক্তিদের অনেককেই জামিন অযোগ্য ধারায় আটক রাখা হয় এবং অনেকে দীর্ঘদিন রিমান্ডেও ছিলেন।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে হংকংয়ের জাতীয় নিরাপত্তা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করে। আদালতে বেনি তাইসহ ৩১ জন দোষ স্বীকার করে নেন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসডব্লিউ

জশুয়া ওং জেল বেনি তাই হংকং

বিজ্ঞাপন

আবারও নিশো-তমা
১৯ নভেম্বর ২০২৪ ১৬:৫২

আরো

সম্পর্কিত খবর