ঢাকা: বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
যাদের বুধবার (২০ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তারা হলেন- পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, গুলশান থানার ওসি মো. মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবি পুলিশের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
গত জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহতের ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে এসব মামলায় তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।