পটিয়ায় এবার খামার থেকে ২১ গরু লুট
১৯ নভেম্বর ২০২৪ ১৮:২৭
চট্টগ্রাম ব্যুরো: এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পটিয়ায় খামার থেকে ফের গরু লুটের ঘটনা ঘটেছে। এবার অস্ত্রের মুখে খামারের কর্মচারীদের জিম্মি করে ২১ গরু লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।
সোমবার (১৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ধলঘাট গ্রামের মোহাম্মদ তৌহিদুল ইসলামের মালিকানাধীন মরিয়াম অ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘গরু লুটের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। খামারের মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, রাতে তাদের খামার থেকে ২১টি গরু লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে মুখোশ পরা ১০-১২ জন ডাকাত খামারে প্রবেশ করে। এ সময় সেখানে তিন জন কর্মচারী ঘুমাচ্ছিলেন। ডাকাত দল তাদের হাত-পা বেঁধে ফেলে রেখে গরুগুলো নিয়ে যায়। ভোর ৫টার দিকে মালিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম খামারে গিয়ে তিন জনকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধারের পর গরু লুটের বিষয়টি প্রকাশ হয়।
খামারে মোট ৩২টি গরু ছিল। এর মধ্যে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ১০টি ষাঁড় ও ১১টি গাভি ডাকাত দল নিয়ে গেছে বলে খামারের মালিক দাবি করেছেন।
এর আগে, গত ১২ নভেম্বর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের সামনে এ আর এইচ অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার থেকে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ফ্রিজিয়ান জাতের ১৯টি গরু লুট হয়।
সারাবাংলা/আরডি/পিটিএম