Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসানের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৯:০২

ঢাকা: জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় হাসিনা সরকারের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ছয় মাসের জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) তার আবেদনের শুনানি নিয়ে  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তাকে সহযোগিতা করেন রোকনুজ্জামান প্রিন্স ও নাজমুস সাকিব।

পরে জেড আইন খান পান্না বলেন, মেহেদী হাসানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই। তিনি এখন কেরানীগঞ্জ কারাগারে আছেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী।

গত ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মো. মেহেদী হাসান।

সারাবাংলা/কেআইএফ/এসআর

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হত্যা মামলায় জামিন হাইকোর্ট

বিজ্ঞাপন

ভোজ্যতেলে ভ্যাট কমালো এনবিআর
১৯ নভেম্বর ২০২৪ ১৯:৫৮

আরো

সম্পর্কিত খবর