Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ হত্যা
বেরোবির সাবেক প্রক্টর ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৮:৪২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৭

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে তোলা হয়। তার পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। সোমবার দিবাগত রাত নগরীর আলমনগর এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান, শরিফুল ইসলামের বিরুদ্ধে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এসআর

আবু সাঈদ হত্যা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর সাবেক প্রক্টর রিমান্ডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর