নিখোঁজের পরদিন মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ
১৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৫
মানিকগঞ্জ:জেলার শিবালয় উপজেলায় নিখোঁজের পরের দিন নূরজাহান বেগম (৩৫)নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার বোয়ালীপাড়া গ্রামে একটি খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ নূরজাহান বেগম উপজেলার বোয়ালীপাড়া গ্রামের এখলাছ শেখের স্ত্রী। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
শিবালয় থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গৃহবধূ নূরজাহান বেগম নিখোঁজ হন। এরপর প্রতিবেশি ও আত্মীয়স্বজনদের বাড়িতে তার খোঁজ করা হয়। তবে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে বাড়ির অদূরে একটি খেতে নূরজাহানের গলাকাটা মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে আজ বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বাড়ির অদূরে একটি ঘাসখেত থেকে ওই গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
সারাবাংলা/এসডব্লিউ