Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দিনের মধ্যে কমিটি, তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ২০:৫৮

ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায় কিনা সেই সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে এই কমিটি গঠন করা হবে। এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে আপাতত আন্দোলন স্থগিতের বার্তা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি কলেজটির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া নিয়ে সব ধরনের তথ্য ও তত্ত্ব যাচাই-বাছাই করবে এবং দ্রুত প্রতিবেদন জমা দেবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদের বৈঠকের জন্য সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে শিক্ষার্থীদের এমন কথা জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিনিধি দলের একজন সদস্য।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামসহ কয়েকজন।

সচিবালয়ে যাওয়া ১৪ সদস্যের এই দলে রয়েছেন- মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নায়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা ও
কাউসার।

এদিকে কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘ক্লোজডাউন’ কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন ‘তিতুমীর ঐক্য’র পক্ষ থেকে আন্দোলন আপাতত স্থগিতের কথা জানিয়েছেন এই সংগঠনের সমন্বয়ক মতিউর রহমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলন করে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) মহাখালীতে ঢাকা-ময়মনসিং সড়ক সাড়ে ৪ ঘণ্টা যাবত অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কিছু সময় রেলপথও অবরোধ করে রাখে শিক্ষার্থীরা, এতে ঢাকার সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/এসএইচএস/এসআর

তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর