Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের রুল— সংবিধানের ৪র্থ সংশোধনী কেন অবৈধ নয়

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ২৩:৩৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০০:১৯

ঢাকা: সংবিধানের চতুর্থ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১৯৭৫ সালের ওই সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় শাসনপদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত শাসনপদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয়েছিল।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ বিভাগের সচিব ও জাতীয় সংসদ সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা।

১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনী আনা হয়। চতুর্থ সংশোধনী আইন ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় শাসনপদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত শাসনপদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয়।

ওই সংশোধনী আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মো. মোফাজ্জল হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা হাইকোর্টে রিটটি দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

চতুর্থ সংশোধনী সংবিধান হাইকোর্টের রুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর