যুবদল নেতা শামীম হত্যা: পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল কারাগারে
২০ নভেম্বর ২০২৪ ০০:২৮
ঢাকা: যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।
এদিন বাবুল সরদার চাখারীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক নাজমুল জান্নাত শাহ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন।
মামলার মূল নথি না থাকায় এ বিষয়ে আদালতে শুনানি হয়নি। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং মূল নথি পাওয়ার পর এ বিষয়ে শুনানি হবে বলে জানান।
এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। ওই মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পালটা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীমের মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বাবুল সরদার চাখারীকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছিল।
সারাবাংলা/কেআইএফ/টিআর
কারাগারে চেয়ারম্যান পিপলস পার্টি বাবুল সরদার চাখারী যুবদল নেতার মৃত্যু হত্যা মামলা