রিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত
১৯ নভেম্বর ২০২৪ ২৩:৫১
সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আফসানা রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার পিতার নাম মো. রেজাউল করিম, মা কিছমত আরা। নিহত রাচির স্থায়ী ঠিকানা রাজধানীর ১৪, গ্রিন স্কয়ার, গ্রিন রোড, ঢাকা। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি রিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাশে থাকা গাছের উপর পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাচিকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
তবে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, ‘আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি। আমরা সঙ্গে সঙ্গে ইসিজি করি। তার বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।’
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা সব গেট থেকে আপাতত রিকশা চলাচল বন্ধ করে দিয়েছি।’
এদিকে, মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা।
সারাবাংলা/পিটিএম