Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেরুর বিপক্ষে যে অনন্য রেকর্ড গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ১২:১১ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৪:০৪

নতুন রেকর্ড গড়লেন মেসি

তার ঝুলিতে রেকর্ডের কমতি নেই। লিওনেল মেসি আজ গড়েছেন আরেকটি অনন্য রেকর্ড। পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাউতারো মার্টিনেজের গোলে অ্যাসিস্ট করে মেসির জায়গা করে নিয়েছেন রেকর্ডের পাতায়। আন্তর্জাতিক ফুটবলে তিনিই এখন সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলার।

পেরুর বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন মেসি। সেখান থেকে বাঁ পায়ের দারুণ এক অ্যাসিস্টে বল যায় লাউতারোর কাছে। লাফিয়ে উঠে বাঁ পায়ের চোখ ধাঁধানো এক শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় পায় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

লাউতারোর এই গোলেই নতুন রেকর্ড গড়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি তার ৫৮তম অ্যাসিস্ট। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি অ্যাসিস্ট নেই আর কারোরই। এই অ্যাসিস্টে মেসি ছুঁয়েছেন যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভানকে। এতদিন ৫৮ অ্যাসিস্ট নিয়ে সবার উপরেই ছিলেন ডনোভান। মেসির সামনে এখন একেকভাবে এই রেকর্ড দখল করার সুযোগ।

মেসি ৫৮ অ্যাসিস্ট করেছেন নিজের ১৯১ তম ম্যাচে। ডনোভানের ৫৮ অ্যাসিস্ট ১৫৭ ম্যাচে। ১২৮ ম্যাচ খেলে ৫৭ অ্যাসিস্ট নিয়ে মেসির খুব কাছেই আছেন ব্রাজিলের নেইমার।

এখনো ফুটবল খেলছেন এরকম ফুটবলারদের মাঝে নেইমারের পর সবচেয়ে বেশি অ্যাসিস্ট বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনার, তিনি করেছেন ৪৯টি অ্যাসিস্ট। ক্রিশ্চিয়ানো রোনালদোর আছে ৪৮টি অ্যাসিস্ট।

সারাবাংলা/এফএম

অ্যাসিস্ট আর্জেন্টিনা রেকর্ড লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর