Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামি’আ মাদরাসা দখলমুক্ত চেয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

স্পেশাল করসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১২:৪৮

ছবি: সংগৃহীত

ঢাকা: জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার ভবন দখল হয়ে যাওয়ার সময় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েও পাননি বলে অভিযোগ করেছে মাদরাসার পরিচালনা পরিষদ। এ অবস্থায় ওই ভবন দখলমুক্ত করার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামানা করেছেন পরিষদের নেতারা।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্ষদের নেতারা এ দাবিসহ ছয়টি দাবি তুলে ধরেন।

পরিষদ নেতাদের অভিযোগ, মাওলানা মাহফুজুল হক ও তার অনুসারীরা অবৈধভাবে এই মাদরাসার ভবন দখলে নিয়ে রেখেছেন। অথচ আদালত থেকেও বিষয়টি এর আগে নিষ্পত্তি হয়েছিল। ভবন দখলের পাশাপাশি রয়েছে লুটপাট, ভাঙচুর ও অর্থ তছরুপের অভিযোগও। সেগুলোর ক্ষতিপূরণও দাবি করেছেন পরিষদ নেতারা।

সংবাদ সম্মেলনে যে ছয়টি দাবি তুলে ধরা হয় সেগুলো হলো—

  • মাওলানা মাহফুজুল হক বেআইনি পথে জামি’আ রাহমানিয়ার ভবন জবরদখল করেছেন। এর প্রতিকারে তাকেই নিজ দায়িত্বে ভবন ত্যাগ করে প্রকৃত কর্তৃপক্ষের কাছে চাবি বুঝিয়ে দিতে হবে;
  • ওয়াকফ প্রশাসককের জারি করা অবাস্তব, অন্যায্য ও বেআইনি নোটিশ বাতিল করতে হবে এবং প্রকৃত কমিটিকে বহাল রাখতে হবে। দখলদাররা স্বেচ্ছায় ভবন ত্যাগ না করলে জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ করে প্রতিষ্ঠানটি প্রকৃত কমিটিকে বুঝিয়ে দিতে হবে;
  • ভবন জবরদখলের সময় লুটপাট, ভাঙচুর এবং সম্পদ ও নগদ অর্থ তছরুপ করা হয়েছে। জরুরি জিনিসপত্রের পাশাপাশি শিক্ষকদের বেতনের জন্য ব্যাংক থেকে তুলে রাখা নগদ আট লাখ টাকাও লুট করা হয়েছে। সরকারকে এর প্রতিকার ও ক্ষতিপূরণে ব্যবস্থা নিতে হবে;
  • ন্যায় বিচার করতে হবে। জবরদখলকারী ও বেআইনিভাবে জারি করা ওয়াকফ প্রশাসনের নোটিশ বিষয়ে আদালতের কাছ থেকে যথাযথ সিদ্ধান্ত চেয়েছেন তারা;
  • সরকারের পক্ষ থেকে ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ওয়াকফ প্রশাসনের দুর্নীতি বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপ তরান্বিত করা ও ধর্ম মন্ত্রণালয়ের কেউ দুর্নীতিতে জড়িত থাকলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে; এবং
  • গত ৫ আগস্ট ২০২৪ তারিখে জামি’আর ভবনে দখলকাণ্ড চলাকালে প্রশাসনের সহায়তা চেয়েও পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মাদরাসার ভবন দখল ইস্যুতে জামি’আ পরিচালনা পরিষদ আদালতের কাছে ২০১৪ সালে শাইখুল হাদিস অল্লামা আতিকুল হকের ঘোষণা করা আহ্বায়ক কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার আবেদন করে। আদালত প্রথম আদেশেই ওই আহ্বায়ক কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পরে মামলাটি হাইকোর্টে গেলে সেখান থেকে রায় হয়, অল্লামা আতিকুল হকের ঘোষণা করা আহ্বায়ক কমিটি অবৈধ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পেশ করা ছয় দাবি

সংবাদ সম্মেলনে মাদরাসার ইতিহাস তুলে ধরে বলা হয়, ২০২১ সালে জামিআর মাদরাসা কর্তৃপক্ষ আদালতের আদেশে সম্পূর্ণ আইনিভাবে প্রতিষ্ঠানটির দখল বুঝে নেয়। বৈধ পরিচালনা পরিষদ ভবনটির দখল বুঝে পাওয়ার পর মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে আরেক পক্ষ প্রতিষ্ঠানটি পুনরায় ফিরে পেতে কোনো আইনি কর্তৃপক্ষের নিকট আবেদন করেননি। বরং মাওলানা মাহফুজুল ২০২১ সালে বছিলাসংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে ‘জামিয়া রাহমানিয়া আজিজিয়া’ নামে সম্পূর্ণ নতুন একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন, যার কার্যক্রম এখনো চলছে।

মাদরাসার পরিচালনা পরিষদের নেতারা বলেন, পরে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়ে রাহমানিয়া আজিজিয়া মাদরাসায় যোগ দেন। ওই সময় সংবর্ধনা সমাবেশে দেওয়া ভাষণে তিনি জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা ভবন দখল না করার কথা বলেছিলেন। কিন্তু আগস্ট গণআন্দোলনের সময় ছাত্র-জনতা যখন ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন করছিল, সুযোগসন্ধানীরা সেই ফাঁকে হামলা করে মাদরাসা ভবন দখলে নেয়।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

বিজ্ঞাপন

নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে হত্যা
২০ নভেম্বর ২০২৪ ১৫:৩৮

পদত্যাগ করলেন মেসিদের কোচ
২০ নভেম্বর ২০২৪ ১৫:৩০

আরো

সম্পর্কিত খবর