Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপিসহ ৮ জন

সারাবাংলা ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ১৪:৩৬

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশপ্রধান (আইজিপি), এনটিএমসির সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তারা হলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে তাদের বহনকারী দুটি পুলিশ ভ্যান ট্রাইব্যুনালে প্রবেশ করে। এরপর একে একে সবাইকে নেওয়া হয় অস্থায়ী ট্রাইব্যুনাল ভবনে।

এর কিছুক্ষণ পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রবেশ করেন তিন বিচারপতি।

সকাল ১০টা ৪০ মিনিটে কর্মকর্তাদের এজলাসে তোলা হলে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুরু করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। ওই সময় আটজন অভিযুক্তের মধ্যে তিন জনের আইনজীবী উপস্থিত ছিলেন।

এর আগে, ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন।

পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আজ তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আজ হাজির করানো আট কর্মকর্তার মধ্যে ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা ও ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে আগেই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়।

অবশিষ্ট ৬ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র।

সারাবাংলা/ইআ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বিজ্ঞাপন

নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে হত্যা
২০ নভেম্বর ২০২৪ ১৫:৩৮

পদত্যাগ করলেন মেসিদের কোচ
২০ নভেম্বর ২০২৪ ১৫:৩০

আরো

সম্পর্কিত খবর