Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ জেতার পর এবার আয়োজকও বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৫:৪৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

প্রায় তিন সপ্তাহ আগে নেপালে বাংলাদেশ নারী দল জিতে এসেছে সাফ চ্যাম্পিয়নশিপ। টানা দ্বিতীয়বার এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সাফের আরেক টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আয়োজন করবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। আগামী বছরের ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। 

আজ বুধবার এক ভার্চুয়াল সভায় স্বাগতিক হিসেবে বাংলাদেশকে চূড়ান্ত করেছে সাফের টুর্নামেন্ট আয়োজক কমিটি। যদিও এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু। এই সভায় আরো জানানো হয়, আগামী বছরে ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে পুরুষদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। 

বিজ্ঞাপন

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাজয়ী বাংলাদেশ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই মাঠে নামবেন বাংলাদেশের মেয়েরা। 

সর্বোচ্চ পাঁচ গোল করে আসরের সেরা ফুটবলার হয়েছিল শামসুন্নাহার। সেরা গোলরক্ষকের পুরস্কার ওঠে রুপনা চাকমার হাতে। সর্বশেষ সাফ নারী চ্যাম্পিয়নশিপের গোল্ডেন গ্লাভসও রুপনা-ই জিতেছেন। 

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ফুটবল সাফ সাফ নারী চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর