Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানহোলের বদ্ধ গ্যাসে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৬:১৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৯:০৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি কাজলারপাড় এলাকায় এলাকায় ম্যানহোলের ভিতরে ময়লা পরিস্কারের সময় গ্যাসে অসুস্থ হয়ে অজ্ঞাত (৩৫) বছরের এক যুকক মারা গেছেন।

বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে কাজলারপাড় ব্রীজের উপড়ে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠায়।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) ইকবাল বিন মুজাম্মেল হক জানান, ‘আজ ভোরে কাজলা এলাকায় ম্যানহোলের ভেতরে ময়লা পরিষ্কার করছিল মৃত যুবকসহ আরও কয়েকজন। এ সময় ম্যানহোলের ভেতরে বদ্ধ গ্যাসে অসুস্থ হয়ে সেখানেই মারা যান ওই যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মৃত অবস্থায় উদ্ধার করেন ওই যুবককে।’

তিনি আরও জানান, ‘ধারণা করা হচ্ছে ম্যানহোলের ভেতরে বদ্ধ গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছে ওই যুবক। তবে ঘটনার পর তার সঙ্গে থাকা কাউকে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

মৃত্যু যাত্রাবাড়ি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর