Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টিতে কেন এত আগ্রহ বাংলাদেশি তরুণদের?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৭:৫৯

আজ মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক

চলছে এবারের মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ। ক্রিকেটারদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচক আব্দুর রাজ্জাকও। সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া; দেশের বিভিন্ন ভেন্যুতে গিয়ে ম্যাচ দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের এই নির্বাচক। গতকাল পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছে, ষষ্ঠ রাউন্ড শুরু হচ্ছে ২৩ নভেম্বর থেকে। আজ (বুধবার, ২০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাজ্জাক কথা বলেছেন, জাতীয় লিগে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে। 

বিজ্ঞাপন

কেমন দেখলেন বাংলাদেশের ঘরোয়া সার্কিটের লাল বলের ক্রিকেটারদের? লংগার ভার্সনের ক্রিকেটের প্রতি দেশের উঠতি ক্রিকেটারদের আগ্রহ আছে কি? 

এমন প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, ‘সত্যি কথা বলতে- সবাই এখন  টি-টোয়েন্টি খেলার জন্য উদ্‌গ্রীব। সবাই টি-টোয়েন্টিটাকে ক্রিকেট মনে করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। যদিও আমি মনে করি ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই তারা বেশি আয় করে। তারপরও কেন যেন টি-টোয়েন্টির প্রতি বাড়তি ঝোঁক। জাতীয় লিগ বা ঘরোয়া চার দিনের ক্রিকেটকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ জাতীয় লিগকে আমরা ক্রিকেটের আঁতুড়ঘর বলি। এখান থেকে খেলোয়াড়দের তৈরি হতে হয়।’

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে অনেকেই ডাক পান জাতীয় দলে, সুযোগ পান আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু সেই ধারাবাহিকতা দেখাতে পারেন না জাতীয় দলের জার্সিতে। এক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট তথা জাতীয় লিগ মানদন্ডের দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঢের পিছিয়ে। 

অকপটে স্বীকার করে রাজ্জাক বলেন, ‘‘জাতীয় লিগের মান আন্তর্জাতিক ম্যাচের মানের কাছাকাছি পৌঁছানো সম্ভব নয়। আমাদের জাতীয় লিগ, কাউন্টি ক্রিকেট কিংবা অস্ট্রেলিয়ান ফার্স্ট ক্লাস ম্যাচ এবং আন্তর্জাতিক টেস্ট ম্যাচের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।’

জাতীয় লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের প্রতি মৌসুমেই নজর কাড়েন কেউ না কেউ। আলোচনা হয় সেই ক্রিকেটারকে জাতীয় দলে বিবেচনার। এবারও জাতীয় লিগে আলো কেড়েছেন সিলেটের তরুণ ব্যাটার অমিত হাসান, এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান স্কোরার। একটি করে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিতে ৮ ইনিংসে ৫৬৭ রান করেছেন।

অমিতের পারফরম্যান্স আলাদা করে বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। তবে রাজ্জাকরা চান ক্রিকেটারদের সামর্থ্য-সক্ষমতা নিয়ে শতভাগ নিশ্চিত হয়েই তাদের জাতীয় দলের জন্য ডাকতে। 

বিজ্ঞাপন

সাবেক ক্রিকেটার রাজ্জাক বলেন, ‘জাতীয় লিগে অনেকে ভালো করছে। আমরা চাই তারা আরও ভালো খেলুক। যেন আমাদের সন্দেহ (সংশয়) না হয় তাদের পারফরম্যান্স নিয়ে । যদি আন্তর্জাতিক ক্রিকেটে সন্দেহ নিয়ে একটা ক্রিকেটারকে পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে খারাপ করলে দারুণ একটা সম্ভাবনা নষ্ট হওয়ার সুযোগ চলে আছে।’

অমিতকে নিয়েও আলাদা করে কথা বলেছেন রাজ্জাক। তার চাওয়া বাকি রাউন্ডগুলোতেও অমিতের ধারাবাহিকতা, ‘আমরা চাই ক্রিকেটাররা ধারাবাহিক রান করুক। ম্যাচিউর হোক। যেন মোটামুটি ধরে নেওয়া যায় সে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত। এ বছর অমিত হাসানের নাম এসেছে। তার টেম্পারামেন্ট খুব ভালো। আমরাও তার ব্যাপারে দেখছি। আমরা চাই বাকি রাউন্ডগুলোতে সে ভালো করবে।’

সারাবাংলা/জেটি

আব্দুর রাজ্জাক জাতীয় ক্রিকেট লিগ বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

তিন হল বুক করে ছবি দেখবেন শাকিব
২০ নভেম্বর ২০২৪ ১৮:২০

আরো

সম্পর্কিত খবর