Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৮:০৯

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু মো. শাহিন ফকির হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (শিমুল মুন্সি), সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর ও শামিমা বেগম।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর শাহিন ফকির (১০) নিখোঁজ হয়। পরে ৩০ সেপ্টেম্বর একটি পরিত্যক্ত পুকুর থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করার অভিযোগ পাওয়া যায়।

এই ঘটনায় শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির ২০১৫ সালের ১ অক্টোবর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর