Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মাস পর খুলল চট্টগ্রাম প্রেসক্লাব, দায়িত্বে অন্তর্বর্তী কমিটি

সারাবাংলা ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ২০:৩৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২৩:৪৯

চট্টগ্রাম প্রেসক্লাবের লোগো। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: প্রায় তিন মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রেসক্লাব খুলে দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়েছে সরকারের নির্দেশে গঠিত প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটি।

বুধবার (২০ নভেম্বর) সকালে আহ্বায়ক-সদস্য সচিবসহ প্রেসক্লাবের চার সদস্যের অন্তর্বর্তী কমিটি দায়িত্ব নেন। এর মধ্য দিয়ে তিন মাস ধরে চট্টগ্রাম প্রেসক্লাবে সৃষ্ট অচলাবস্থার নিরসনের আভাস মিলেছে।

প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি সদস্য সচিব এবং ‘দৈনিক কালের কণ্ঠের’ ব্যুরো প্রধান মুস্তফা নঈম ও গ্লোবাল টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে আহ্বায়ক জেলা প্রশাসক ফরিদা খানম সভাপতিত্ব করেন। এতে কমিটির বাকি তিন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ছাত্র-জনতার গণআন্দোলন পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সৃষ্ট সংকট নিরসনে সরকারের নির্দেশে তদন্ত কার্যক্রম এবং অন্তর্বর্তী কমিটি গঠনের পূর্ববর্তী সব কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখায় ক্লাবের চলমান সব ব্যাংকের হিসাব পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে নতুন সদস্যপদ প্রদান ও স্থায়ী সদস্যদের যাচাই-বাছাইয়ের বিষয়ে চার সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রাম প্রেসক্লাবে বিরোধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। বিরোধের সমাধান না হওয়ায় এক পর্যায়ে সরকারি আদেশে দায়িত্বরত কমিটি বিলুপ্ত করে অন্তর্বর্তী কমিটি গঠন করে দেওয়া হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

চট্টগ্রাম প্রেসক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর