Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আলোচিত ২ অতিরিক্ত সচিব ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ২১:৪৬

ঢাকা: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আলোচিত দুই অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

ওই দু’জন হলেন- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল ও ড. নাহিদ হোসেন।

বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়াও আরেক অতিরিক্ত সচিবকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে নতুন করে তিন অতিরিক্ত সচিবকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যাংকিং অনুবিভাগের অতিরিক্ত সচিব বদরে মুনিম ফেরদৌসকে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল ও ড. নাহিদ হোসেনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ হাসান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক মো. আহসান কবীর এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট নিবন্ধক মো. দাউদ মিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

অতিরিক্ত সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ওএসডি টপ নিউজ

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর