Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বমানের শিক্ষা নিয়ে এলো আইডিব্লউএস অনলাইন স্কুল

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ২১:৪২

ঢাকা: বাংলাদেশে বিশ্বমানের শিক্ষার সুযোগ নিয়ে এসেছে আইডিব্লউএস অনলাইন স্কুল। যেটি পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের (ক্লাস ওয়ান থেকে এ লেভেল) জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হতে চলেছে।

বুধবার (২০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম ডিজিটাল স্কুল হিসেবে আইডিব্লউএস (IWS) অনলাইন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) থেকে স্বীকৃতি পেয়েছে। এটি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ লাইফ-স্কিল দিয়ে থাকে।

আইডিব্লউএস অনলাইন স্কুল ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নিং প্রোভাইডারস (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকেও স্বীকৃতি পাওয়া, যা প্রমাণ করে স্কুলটির প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানের।

আইডিব্লউএস অনলাইন স্কুল ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে এবং ব্রিটিশ কারিকুলামে অভিজ্ঞ শিক্ষক দিয়ে শিক্ষাদান করে। সম্প্রতি বাংলাদেশে স্কুলটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন বেস্ট শার্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাহিদ উদ্দিন খান, একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান, যমুনা ব্যাংক পিএলসির এসভিপি হেড অফ এসএমই মার্কেটিং মো. শরিফুল আহসান, প্রাইম ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও টিম হেড মোহাম্মদ সালাউদ্দিন হাজারী, বিকাশ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার মো. মইনুল হক ও সিএস মেটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মিস শিরিন জাহান ও চিফ টেকনিক্যাল অফিসার সাজ্জাদ হুসাইন ফারহান।

বিজ্ঞাপন

সারাবাংলাা/ইএইচটি/এসআর

অনলাইন স্কুল আইডিব্লউএস বিশ্বমানের শিক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর