Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৩:৪২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৪:৪৭

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকা থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়। পরে দুপুর সারে ১২টার পর থেকে যানজট কমে আসে। তবে ধীর গতিতে চলছে সবাই যানবাহন।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপরে ঢাকামুখী সড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির জানান, মেঘনা সেতুতে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ধীরগতিতে চলছে যানবাহন।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর