সিঙ্গেল পয়েন্ট মুরিং পরিচালনার দায়িত্ব পাচ্ছে চীনা প্রতিষ্ঠান
২১ নভেম্বর ২০২৪ ১৭:৫৯
ঢাকা: ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স কনট্রাক্টর হিসেবে চীনা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে। এ কাজের জন্য সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে নিয়োগ পাচ্ছে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিপিপিইসি)।
বৃহস্পতিবার (২১নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, আমদানি করতে যাওয়া জ্বালানি তেল খালাস কার্যক্রম দ্রুত, সহজ ও সাশ্রয়ী করার জন্য ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পটি আট হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। পেট্রোলিয়াম তেল পরিবহনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এ ধরনের প্রকল্প বাংলাদেশে এটিই প্রথম।
এ প্রকল্পের আওতায় মহেশখালীতে একটি স্বয়ংসম্পূর্ণ ট্যাংক ফার্ম ও মহেশখালীর পশ্চিমে গভীর সমুদ্রে একটি ভাসমান জেটি ও ১১০ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল পাইপলাইন (২২০ কিলোমিটার) স্থাপন করা হয়েছে। বিদ্যমান লাইটারেজ অপারেশনের পরিবর্তে পাইপলাইনে তেল পরিবহনের ফলে পরিবহন খরচ ও সময় এক-তৃতীয়াংশ কম হবে।
সূত্র মতে, বিপিসি বা এর অঙ্গ প্রতিষ্ঠানে এ ধরনের পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন জনবল ও প্রযুক্তি নেই। এসপিএমের কমার্শিয়াল অপারেশন দ্রুত শুরু করার জন্য এ প্রকল্পের ইপিসি ঠিকাদার চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় নিয়োগের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সারাবাংলা/জেএস/আরএস