Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পে ৩ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১০:১২

পরিবেশবাদী সংগঠন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন সংবাদ সম্মেলন করেছে

ময়মনসিংহ: আওয়ামী লীগ সরকারের আমলে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পে তিন হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ছাড়াও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ঘের দখল, পানি দূষণ ও নদের মধ্যে সিটি করপোরেশন গণশৌচাগার নির্মাণের অভিযোগও রয়েছে।

এসব অভিযোগ নিয়ে বুধবার (২০ নভেম্বর) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে পরিবেশবাদী সংগঠন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন।

সংবাদ সম্মেলনে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আবুল কালাম আল আজাদ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনের সদস্য হোসাইন ফারুক, কবি সরকার আজিজ ও আসকর আলী উপস্থিত ছিলেন।

অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই নদে দীর্ঘদিন ধরে শত শত ট্রলারের অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রচণ্ড ভাঙনে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। ফসলি জমি, বসতভিটা হারাচ্ছেন নদীপাড়ের মানুষ। বারবার স্থানীয় প্রশাসনের কাছে ধরনা দিয়েও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। শত শত কোটি টাকার এই অবৈধ বালু বাণিজ্যের ভাগ-বাঁটোয়ারা যায় নেতা ও প্রশাসনের উচ্চ মহল পর্যন্ত।

ব্রহ্মপুত্রের বুকে ময়মনসিংহ সিটি করপোরেশন একাধিক গণশৌচাগার নির্মাণ কাজ করছে উল্লেখ করে তারা এর নিন্দা জানান। নদীর বুকে গণশৌচাগারের নির্মাণকাজ বন্ধ করে নির্মাণসামগ্রী ও কাঠামো অপসারণের দাবি জানান। পাশাপাশি এই ‘জঘন্য’ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

বক্তারা আরও বলেন, আইনে নিষেধ থাকা সত্ত্বেও বিভিন্ন নদী খাল ও জলাশয়ে উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। আগে ময়মনসিংহ শহরের কাচারিঘাটে ব্রহ্মপুত্রের বুকে প্রতিমা বিসর্জনের পাকা ঘাট ও ব্রহ্মপুত্রের মাঝ বরাবর সড়ক তৈরির প্রকল্প নেওয়া হয়েছিল। কয়েক মাস আগে নদীর জায়গায় হিজড়া জনগোষ্ঠীর জন্য ক্যাফেটেরিয়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের সম্মিলিত প্রতিবাদের মুখে সেই কাজগুলো বন্ধ হয়েছিল।

বিজ্ঞাপন

তারা বলেন, এখন নতুন করে ব্রহ্মপুত্রের বুকে একাধিক গণশৌচাগার নির্মাণ কাজ করছে ময়মনসিংহ সিটি করপোরেশন। আমরা এই বেআইনি, প্রকৃতিবিরোধী ঘৃণ্য কাজের নিন্দা জানাই এবং দাবি জানাচ্ছি, এক্ষুনি নদীর বুকে গণশৌচাগার নির্মাণকাজ বন্ধ করে নির্মাণসামগ্রী ও কাঠামো অপসারণ করা হোক।

পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘বিজ্ঞানের সর্বোচ্চ সদ্ব্যবহার করে ব্রহ্মপুত্র তথা দেশের প্রাণ-প্রকৃতি সুরক্ষার বিশেষ ব্যবস্থা নেওয়া হোক। প্রকৃতির সুরক্ষা ছাড়া বাঁচার কোনো বিকল্প উপায় নেই।’

সারাবাংলা/এইচআই

তিন হাজার কোটি টাকা ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর