চট্টগ্রামে ‘এসপেরিয়া ট্রিটমেন্ট হেলথ কেয়ার’র যাত্রা শুরু
২১ নভেম্বর ২০২৪ ২০:৩৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিশ্বমানের স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ‘এসপেরিয়া ট্রিটমেন্ট হেলথ কেয়ার’ নামে বেসরকারি একটি হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর পাঁচলাইশে এ হাসপাতালে উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসপেরিয়া ট্রিটমেন্ট হেলথ কেয়ার একটি মাইলফলক স্থাপন করবে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে এটি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসকদের প্রতি আমার অনুরোধ, যার যার ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা অর্জনের মাধ্যমে রোগের আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে হবে, যাতে আমাদের রোগিদের দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে না হয়।’
মেয়র ডেঙ্গু নিয়ে গবেষণা করায় এসপেরিয়া হেলথ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে অভিনন্দন জানান। ভবিষ্যতে সিটি করপোরেশন এ ফাউন্ডেশনের সঙ্গে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগের গবেষণায় একযোগে কাজ করবে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে এসপেরিয়া ট্রিটমেন্ট হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আবদুর রব বলেন, ‘আমরা আমাদের সেবার মানের প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রামের মানুষকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করে যাব। রোগ নির্ণয় ও সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি, চিকিৎসা ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এ হাসপাতাল।’
এসপেরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান গোলাম বাকী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়শেনের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, ডা. টিপু সুলতান, এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর জয়নব রুমা ,ফিন্যান্স ডিরেক্টর জাহেদুল আলম সাকিব।
সারাবাংলা/আরডি/এনজে