বাংলাদেশ-ভারতের বৈঠকে থাকতে পারে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ইস্যু
২১ নভেম্বর ২০২৪ ২০:৫৬
ঢাকা: আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকের প্রস্তুতি চলছে জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তৌফিক হাসান বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ওই বৈঠকে আলোচনার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে একথা বলেন তিনি।
তৌফিক হাসান বলেন, গতকাল বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক হয়েছে। ডিসেম্বর মাসে এফওসি হবে, এটুকু জানা গেছে।
ডিসেম্বরের বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সামনে এফওসি যেটা, সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো পরিষ্কার হবে, আমরা আসলে কী চাই। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মাত্র একটা আন্ত:মন্ত্রণালয় বৈঠক হয়েছে। এখনো অনেক সময় রয়েছে।
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুরোধ পেয়েছে কি না, জানতে চাইলে মুখপাত্র বলেন, এটা একটা রাজনৈতিক বিষয়। বিষয়টি সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে, আমরা তখনই কাজ করব। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি। পত্রিকার মাধ্যমে দেখেছি, ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। যেহেতু এটা পররাষ্ট্র- সম্পর্কিত বিষয়, সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো। তবে আমরা কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি।
সারাবাংলা/জেআর/এনজে