Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ২২:২২

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও সাজাপ্রাপ্তদের আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলায় হাইকোর্ট যেকোনো দিন রায় ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি যেকোনো দিন রায় ঘোষণা করা হবে বলে অপেক্ষমান (সিএভি) রাখেন।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। পরে আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, এই মামলার রায় সিএভি রেখেছেন হাইকোর্ট। আদালত যেকোনো সময় রায় দিতে পারেন।

২০২২ সালের ডিসেম্বরে এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল। প্রায় দুই বছর পর সেই শুনানি শেষ হলো।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। ১৪ বছর পর ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে হত্যা ও বিষ্ফোরক আইনে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন) তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (এরই মধ্যে মারা গেছেন), বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্তদের ডেথ রেফারেন্সসহ মামলার যাবতীয় নথি ওই বছরের ২৭ নভেম্বর হাইকোর্টে আসে। মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের ৪৪টি আপিল ২০১৯ সালের ১৩ জানুয়ারি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

সারাবাংলা/টিআর

২১ আগস্ট গ্রেনেড হামলা গ্রেনেড হামলা মামলা গ্রেনেড হামলা মামলার রায় ডেথ রেফারেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর