শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদনের সময় বেড়েছে
২১ নভেম্বর ২০২৪ ২৩:২০
ঢাকা: দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদনের সময়সীমা আরেক দফা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশি মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীমের সই করা অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিম্নোক্ত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পুনর্নির্ধারণ করা হলো।
এতে আরও বলা হয়, প্রতিষ্ঠান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোড় মাসের ৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা অনলাইন এমপিও আবেদন প্রতি জোড় মাসের ২০ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।
অঞ্চলের পরিচালক বা উপ-পরিচালকরা (মাধ্যমিক) প্রতি বিজোড় মাসের ৬ তারিখের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পাঠাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট শাখা প্রতি বিজোড় মাসের ৮ তারিখের মধ্যে অঞ্চল থেকে অনুমোদিত আবেদন পুনর্যাচাই করে ইএমআইএস সেলে পাঠাবেন। প্রতি বিজোড় মাসের ১০-১২ তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/জেআর/পিটিএম