Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩ ম্যাচে ৫০ গোলে কেইনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪ ০৯:৪২

হ্যারি কেইন

টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে পাড়ি জমানোর পর থেকেই একের পর এক গোল করেই যাচ্ছেন তিনি। বুন্দেসলিগায় নিজের দ্বিতীয় মৌসুমেই নতুন ইতিহাস গড়লেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। অসবুর্গের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে বায়ার্নের হয়ে লিগে নিজের ৫০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আর এতেই জার্মান লিগের ইতিহাসে দ্রুততম সময়ে ৫০ গোল ছোঁয়ার নতুন ইতিহাস গড়লেন কেইন।

অসবুর্গের বিপক্ষে ৬৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোলের দেখা পান কেইন। এরপর যোগ করা সময়ে আরও দুই গোলে পূর্ণ করেন হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকেই বায়ার্নের হয়ে জার্মান লিগে নিজের ৫০তম গোলের দেখা পেয়েছেন কেইন। ক্লাবের হয়ে এই কীর্তি তিনি করেছেন মাত্র ৪৩ ম্যাচে!

বিজ্ঞাপন

৪৩ ম্যাচে ৫০ গোল করে নতুন ইতিহাসও গড়েছেন কেইন। বুন্দেসলিগায় এটিই কোনো ফুটবলারের দ্রুততম ৫০ গোল ছোঁয়ার রেকর্ড। কেইন ছাড়িয়ে গেছেন আরলিং হালান্ডকে। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০ ম্যাচে ৫০ গোল করে রেকর্ড গড়েছিলেন বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলা হালান্ড।

এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা কেইন এখন পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ১৪ গোল।

 

সারাবাংলা/এফএম

বায়ার্ন মিউনিখ হ্যারি কেইন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর