Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৩:০৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৫:০৬

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন- মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন নাঈম (২৪) ও জোবায়ের আলম সাকিব (২২)।

স্থানীয়রা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬০ জন শিক্ষার্থী নিয়ে বিআরটিসির ছয়টি বাস শ্রীপুরে এক পিকনিক স্পটে যাচ্ছিল। শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানের সময় ওপরে বিদ্যুতের তার থেকে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এ সময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক শিক্ষার্থীর শরীরে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী নিহত হন এবং গুরুতর আহত হন পাঁচ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/ইআ/আরএস
বিজ্ঞাপন

আরো