সুমনের হ্যাটট্রিকসহ ৭ উইকেট, সর্বনিম্ন রানে শেষ রাজশাহীর ইনিংস
২৩ নভেম্বর ২০২৪ ১৪:০৩
রাজশাহীর ইনিংসের তখন ২১ তম ওভারের খেলা চলছে। চার উইকেট নেয়া সুমন খান আবার এলেন বোলিংয়ে নিজের অষ্টম ওভারে। সানজামুল ইসলামের থেকে প্রথম দুই বল ডটের পর তৃতীয় বলটা করেন অফস্টাম্পের বাইরে, আউট সুইংগার। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার আশিকুর রহমান শিবলির হাতে।
পরের বলে নতুন ব্যাটার মোহর শেখও আউটসুইংয়ে একইভাবে ক্যাচ দিয়ে। হ্যাটট্রিক বলের সামনে পড়েন আসাদুজ্জামান। সুমনের মিডল স্টাম্পে পিচ করা বলে কোন শটই খেলেননি এই ব্যাটার। প্যাডে লাগা বলের পর জোরালো আবেদনে আম্পায়ার তুলে দিলে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পান সুমন।
১৫ তম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিক করলেন সুমন। দুটি করে হ্যাটট্রিক আছে ইলিয়াস সানি ও সোহাগ গাজীর।
পাঁচ উইকেট নেয়ার পর সেজদা করেছিলেন, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ১৭-তম হ্যাটট্রিক ছোঁয়ার পর ছুটে বেড়ালেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সুমনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে রাজশাহী গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪২-এ।
এতদিন সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল বরিশালের। গত মৌসুমে খুলনার বিপক্ষে ৪৬ রানে গুটিয়ে যায় বরিশাল। ৪৮ রানে ইনিংস থেমে যাওয়ার রেকর্ড আছে রংপুরের বিপক্ষে ঢাকা মেট্রোর।
টস হেরে ব্যাটিংয়ে নেমে এক সেশনও আজ টিকতে পারেনি রাজশাহী। সুমনের দারুণ পেসের সাথে তাল মেলাতে না পেরে হিমশিম খেয়ে মাত্র ২০.৫ ওভার খেলতে পেরেছে দলটা। ৭.৫ ওভারে দুই মেইডেনসহ মাত্র ১৮ রানের খরচায় সাত উইকেট নেন সুমন। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ছয়বার ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেন এই ডানহাতি পেসার। পঞ্চম রাউন্ডে খুলনার বিপক্ষে ৫০ রানে নেন ছয় উইকেট, সেটা ছিল ইমরুল কায়েসের লাল বলের ক্রিকেটের শেষ ম্যাচও।
বগুড়ায় আজ দিনের নিজের শুরুর ওভারেই দুই উইকেট নেন সুমন। তার জোড়া আঘাতে প্রথমে ফেরেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান, দ্বিতীয় শিকার রহমতউল্লাহ আলী। প্রথম স্পেলে ইনিংসের নবম ওভারে আবারও জোড়া শিকার সুমনের। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন সাব্বির হোসেন। ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন আশিকুর রহমান।
২১ তম-ওভারে ফিরে দ্বিতীয় স্পেলটা করেছেন সবচেয়ে দুর্দান্ত। সেই ওভারেই সানজামুলকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ। পরের দুই বলে আরো দুই উইকেট নিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। সুমনের বলে পাচটি-সহ মোট ছয় ক্যাচ নেন আশিকুর। অল্পের জন্য ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ছুঁতে পারেননি তিনি। ২০০৪-০৫ মৌসুমের জাতীয় লিগে বরিশালের হয়ে রাজশাহীর বিপক্ষে ৭টি ক্যাচ নিয়েছিলেন শাহিন হোসেন।
সারাবাংলা/জেটি