সেই ভারতের হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ
২৩ নভেম্বর ২০২৪ ১৬:০৩
পার্থের প্রথম দিনে দুই দলের বোলারদের তাণ্ডবে পড়েছিল ১৭ উইকেট। দ্বিতীয় দিনে পড়ল উইকেটে পড়েছে মাত্র ৩টি! প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারত অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছে মাত্র ১০৪ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনার জসওয়াল-রাহুলের দুর্দান্ত এক জুটিতে দিনশেষে বড় লিডের দিকেই এগিয়ে যাচ্ছে ভারত। জসওয়াল-রাহুলের জোড়া হাফ সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৭২ রান। প্রথম ইনিংসে ২১৮ রানের লিড নিয়ে চালকের আসনে থেকেই দিনের খেলা শেষ করেছে ভারত।
জাসপ্রীত বুমরাহর দুর্দান্ত এক ফাইফারে প্রথম ইনিংসে অজিদের মাত্র ১০৪ রানেই গুটিয়ে দিয়েছিল ভারত। ৪৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামেন তারা। প্রথম ইনিংসের সেই ব্যাটিং বিপর্যয় এবার ধারেকাছেও আসতে পারেনি ভারতে। স্টার্ক-হ্যাজলউড-কামিন্সরা আজ ছিলেন বর্ণহীন।
ভারতের দুই ওপেনার জসওয়াল ও রাহুল ব্যাটিং করেছেন দারুণ ভঙ্গিতে। দ্বিতীয় ও তৃতীয় সেশন তারা পার করে দিয়েছেন কোনো বিপদ ছাড়াই। এই জুটির সুবাদে দলের স্কোর পার করেছে ১৫০ রান, লিড পেরিয়েছে ২০০। এই সময় জোড়া হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জসওয়াল ও রাহুল।
দ্বিতীয় দিনের শেষে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গেছেন জসওয়াল। ৭ চার ও ২ ছক্কায় ৯০ রানে অপরাজিত আছেন তিনি। এই দুই ছক্কায় এই বছরে সাদা পোশাকে ৩৪টি ছক্কা মেরে নতুন ইতিহাস গড়েছেন জসওয়াল। এক বছরে তিনিই এখন টেস্টে সর্বোচ্চ ছক্কার অধিকারী। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন রাহুলও, তিনি অপরাজিত আছেন ৬২ রানে।
এদিকে দ্বিতীয় দিনের শুরুতেই আঘাত হানেন বুমরাহ। অ্যালেক্স ক্যারিকে ২১ রানে ফিরিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১১তম ফাইফার। ৫ রান করা লায়নকে ফিরিয়ে অজিদের ৯ম উইকেটের পতন ঘটান রানা। ৭৯ রানে ৯ উইকেট হারিয়ে তখন দিশেহারা অস্ট্রেলিয়া।
শেষ উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন স্টার্ক-হ্যাজলউড জুটি। ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে এই জুটি ব্যাটিং করেছেন দীর্ঘ সময়। স্টার্কের ১১২ বলে ২৬ রানের লড়াকু এক ইনিংসের সুবাদে ১০০ পেরোয় অজিদের ইনিংস। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন হ্যাজলউড। লাঞ্চের ঠিক আগের ওভারে স্টার্ককে ফিরিয়ে ভারতকে স্বস্তি এনে দেন রানা।
অস্ট্রেলিয়া ১০৪ রানে গুটিয়ে গেলে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় ভারত। ২০০০ সালের পর দেশের মাটিতে এটি অজিদের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর।
সারাবাংলা/এফএম