Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাফিজ-মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৫:০৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: জুলাই আন্দোলনে নিহত নাফিজ, মুগ্ধ ও আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ছাত্র আন্দোলনে নিহত নাফিজের মহাখালী ওয়ারলেস গেটের বাসায় তার স্বজনদের সঙ্গে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে দেখা করতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

রিজভী বলেন, ‘শিশু-কিশোর-তরুণ— কাউকে রেহাই দেয়নি শেখ হাসিনার সরকার। জোর করে ক্ষমতায় থাকতে কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে।’

তিনি বলেন, ‘নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন, নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। সুতরাং নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। মানুষের নয্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ-মুগ্ধদ-আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে।’

রিজভী বলেন, ‘পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে অন্য সবার অবদান অস্বীকার করা হয়েছে। যেনতেনভাবে টিকে থাকতে সব রকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।’

এ সময় নাফিজের মা হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে নিহত হন, সেখানে ‘নাফিজ চত্বর’ ঘোষণার দাবি জানান।

রিজভীর সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মো. মোকছেদুল মোমিনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

সারাবাংলা/এজেড/ইআ

রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর