বান্দরবান: দীর্ঘ ২৫ বছর পর বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার (২৩ নভেম্বর) সকালে সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের উৎসব মূখর এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। এ নৌকা বাইচও হারিয়ে যাবার পথে। আজকে প্রায় ২৫ বছর পর বান্দরবানে নারী পুরুষ উভয়ের সম্মিলিত আয়োজনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। যা দেখতেও ভাল লাগে। আশা করছি হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এসব খেলা আবার উজ্জীবিত হবে। আমরা চাই এ ধরনের আয়োজন যেন অব্যহত থাকে। এসময় তিনি আয়োজক কমিটিকে এ ধরণের আয়োজন অব্যহত রাখারও আহ্বান জানান।
নৌকা বাইচ প্রতিযোগিতার আহ্বায়ক নিনিপ্রু মারমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জোন কমান্ডার লে: কর্ণেল এএসএম মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও ক্রীড়া প্রেমিরা।
দেখতে নদীর তীরে ভিড় করে হাজারো মানুষ। দীর্ঘ ২৫ বছর পর নৌকা বাইচ প্রতিযোগিতা হওয়ায় ও অংশগ্রহন করতে পারায় খুশি ক্রীড়া প্রেমিরা
উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর পর বান্দরবানের সাঙ্গু নদীতে অনুষ্ঠিত এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযাগিতায় জেলা শহরের বিভিন্ন পাড়া থেকে দলবেঁধে অংশ নেন যুবক-যুবতীরা। প্রতিটি নৌকায় ৮ জন মাঝি বৈঠার তালে তালে গান গেয়ে বেঁয়ে যায় তাদের নৌকা। জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮ টি দল অংশ গ্রহন করে। এর মধ্যে রয়েছে ৭টি মহিলা দল।