ম্যাককালামকে ছাড়িয়ে জসওয়ালের নতুন ইতিহাস
২৩ নভেম্বর ২০২৪ ১৫:৫২
প্রথম ইনিংসে তিনি প্যাভিলিয়নে ফিরেছিলেন রানের খাতা না খুলেই। বছরজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা ইয়াসাভি জসওয়াল ঘুরে দাঁড়ালেন পরের ইনিংসেই। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিং করছেন এই ভারতীয় ওপেনার। হাফ সেঞ্চুরি পেরিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়ার সময় নতুন ইতিহাসও গড়েছেন তিনি। এই ইনিংসে এখন পর্যন্ত দুটি ছক্কা মেরে টেস্ট ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মালিক হয়ে গেছেন জসওয়াল।
২০২৪ সালটা দারুণ কেটেছে জসওয়ালের। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আলাদাভাবেই নজর করেছেন তিনি। পার্থ টেস্টের আগ পর্যন্ত এই বছরে জসওয়াল হাঁকিয়েছেন ৩২টি ছক্কা। জসওয়ালের সামনে সুযোগ ছিল নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে টেস্টে এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের করে নিতে।
পার্থে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেছেন জসওয়াল। দ্বিতীয় ইনিংসে অবশ্য চিরচেনা সেই ফর্মে ফিরেছেন তিনি। ৯০ রান করে দিনের খেলা শেষ করার পথে তিনি হাঁকিয়েছেন দুটি ছক্কা। আর এতেই ম্যাককালামকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন জসওয়াল। এই বছরে সাদা পোশাকে এখন পর্যন্ত জসওয়ালের ছক্কা ৩৪টি। ২০১৪ সালে করা ম্যাককালামের মাইলফলককে আজ ছাড়িয়ে গেলেন তিনি।
২০২২ সালে টেস্টে ২৬টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় ৩য় স্থানে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ২০০৫ সালে এক বছরে টেস্টে ২২টি ছক্কা হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। ২০০৮ সালে ২২ টি ছক্কা মেরেছিলেন ভারতের বিরেন্দর শেহওয়াগ।
সারাবাংলা/এফএম